সিলেট টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বাংলাদেশ এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো বিপদে পড়েনি টাইগাররা।
রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান।
দলীয় এই অবস্থা থেকে শান্ত ও মুমিনুল গড়েছেন ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি। মুমিনুল ৪৬ বলে ২টি চারে ২১ রানে ব্যাট করছেন, অন্যদিকে শান্ত ৪৩ বলে ৫টি চারে অপরাজিত ৩০ রানে।
তবে দিনের শুরুটা ছিল আশানুরূপ। ওপেনিং জুটিতে ৩১ রান তুলেছিলেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। কিন্তু নবম ওভারে ভিক্টোর নিয়াউচি জয়ের উইকেট তুলে নেন, যিনি ৩৫ বলে করেন ১৪ রান। ঠিক পরের ওভারেই নিয়াউচির আরেক আঘাতে সাদমানও ফেরেন, তার ব্যাট থেকে আসে ১২ রান (২৩ বল)।
এই বিপর্যয়ের পর শান্ত ও মুমিনুলের ধৈর্যশীল ব্যাটিং টাইগারদের ইনিংসকে স্থিতিশীল করে তুলছে।
Leave a Reply