লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে এক নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। রাফিনহার দুর্দান্ত পারফরম্যান্স ও জোড়া গোলেই ম্যাচে ফেরে এবং জয়ের বন্দরে পৌঁছায় হান্সি ফ্লিকের শিষ্যরা।
শনিবার (১৯ এপ্রিল) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ১২ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেসের গোলে শুরুটা হয় দারুণভাবে। কিন্তু এর পরেই ম্যাচের রং বদলাতে শুরু করে। বার্সা গোলরক্ষক শেজনির ভুলে ইগলেসিয়াস গোল করে সমতা ফেরান। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে এসে সেল্টা ভিগো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বার্সার মাঝমাঠের ভুল কাজে লাগিয়ে ইগলেসিয়াস হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ৩-১ ব্যবধানে এগিয়ে নেয় তার দলকে।
তবে এখানেই শেষ নয়, ম্যাচে ফিরে আসে বার্সা। মাত্র দুই মিনিট পর ওলমোর গোলে ব্যবধান কমায় তারা। এরপর রাফিনহার একক নৈপুণ্যে আসে সমতাসূচক গোল।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডি-বক্সে ফাউলের শিকার হন ওলমো, রেফারি পেনাল্টির নির্দেশ দেন। চাপে থাকা মুহূর্তে ঠাণ্ডা মাথায় স্পটকিক থেকে গোল করে দলকে জয় এনে দেন রাফিনহা।
এই জয় বার্সাকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে লিগ টেবিলে। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৬। ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ
Leave a Reply