মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের শুরু থেকে ২ এপ্রিল পর্যন্ত সারা দেশে তল্লাশি চালিয়ে মোট ৪৬,৭৯০ জনের পরিচয়পত্র ও কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ১৯,৩৬১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
এ সময় অবৈধ শ্রমিকদের নিয়োগ ও সুরক্ষা দেওয়ার দায়ে ৪৪৮ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীরা যে এলাকাগুলোতে বেশি সক্রিয়, সেসব স্থানে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়ার (JIM) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, “আমরা স্থানীয় সরকার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে অভিযান চালাচ্ছি। কোনো রকম ছাড় দেওয়া হবে না, এ অভিযান চলমান থাকবে।”
তিনি আরও জানান, চলতি বছরটিকে স্মরণীয় করতে আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে, বিশেষ করে কুয়ালালামপুর ও সেলাঙ্গরের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে।
এদিকে কেলানটান রাজ্যে কোটা ভারু, টুম্পাট ও মাচাং এলাকায় ‘সুইপ, সার্চ অ্যান্ড কালেক্ট’ নামক অভিযানে ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১৮ জন বাংলাদেশি, ৮ জন ইন্দোনেশিয়ান, ৩ জন মিয়ানমারের নাগরিক এবং ৩ জন থাই নাগরিক। তাদের বিরুদ্ধে অবৈধ অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসা এবং ভ্রমণ নথির অভাবের অভিযোগ আনা হয়েছে।
কেলানটান ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানান, আটককৃতদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
Leave a Reply