রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। রোববার (২০ এপ্রিল) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার পর যদি তাঁর “হাত-পা বেঁধে” রাখা হয়, তাহলে কার্যকরভাবে দায়িত্ব পালন সম্ভব নয়।
সালাহউদ্দিন বলেন, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল (NCC) পদ্ধতির বিষয়ে বিএনপি একমত নয়, কারণ এটি প্রধানমন্ত্রীর ক্ষমতা অতিরিক্তভাবে সীমিত করতে পারে। এছাড়া সংবিধানের ৪৮ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় পদ, যেমন প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ভূমিকা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।
কেয়ারটেকার সরকার ছাড়া দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে বিএনপি নেতা বলেন,
এখনো দেশে নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে শক্তিশালী হবে।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বিএনপি নীতিগতভাবে একমত। সালাহউদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন ব্যবস্থার সংস্কার সংবিধানে যুক্ত না করে পৃথক আইন করলেই বেশি কার্যকর হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।
সংবিধান সংশোধন নিয়ে পুরো আলোচনার এখানেই ইতি নয়। আগামী ২২ এপ্রিল বিএনপি পুনরায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বলে জানান তিনি।
Leave a Reply