জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ থাকলেও আন্দোলনের পথে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে—এমনটাই প্রত্যাশা করছে বিএনপি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন,
আমরা বিশ্বাস করি, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সরকার কাজ করবে। তাই এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে আলাদা করে আন্দোলনে যাওয়ার প্রয়োজন দেখি না।
তিনি আরও জানান, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী অবস্থান, দমন-পীড়নের অবসান এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। এসব ইস্যুতে বিএনপি ও ১২ দলীয় জোট একমত বলে জানান তিনি।
এদিকে, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান এবং সময়মতো নির্বাচনের তাগিদ দেন।
Leave a Reply