ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে পরোক্ষ আলোচনা আবারও শুরু হয়েছে। ইতালির রাজধানী রোমে এই আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। ওমানের মধ্যস্থতায় এই দুই পক্ষ মুখোমুখি না হয়ে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এর আগে, প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল ওমানের রাজধানী মাস্কাটে, এক সপ্তাহ আগে। আলোচনার সূচনায় আরাঘচি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের অভিপ্রায় নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি স্পষ্ট করেন, যদি অবাস্তব শর্ত আরোপ না করা হয়, তাহলে একটি কার্যকর পারমাণবিক চুক্তি সম্ভব।
এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা, কারণ উভয় দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং পারমাণবিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply