বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলেই নিশ্চিত হতো মূল পর্বের টিকিট। সেই লক্ষ্যে ভালো শুরু করলেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুনের দৃঢ়তায় লড়াকু সংগ্রহ গড়ে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ২২৭ রান। ২ উইকেটে ১৩৪ রানে থাকা দলটি শেষ ১৩৫ বলে হারায় ৭ উইকেট, যোগ করতে পারে মাত্র ৯৩ রান।
ওপেনার হিসেবে ইশমা তানজিমের বদলে দলে আসা সোবহানা মোস্তারি বড় কিছু করতে পারেননি, মাত্র ৬ রান করে ফেরেন প্যাভিলিয়নে। তবে এরপর ফারজানা হক ও শারমিন আক্তারের জুটি দলের ভিত গড়ে দেয়। দ্বিতীয় উইকেটে তারা ১১৮ রান যোগ করেন। শারমিন ৭৯ বলে ১০ চার হাঁকিয়ে করেন ৬৭ রান, যা চলতি আসরে তার তৃতীয় ফিফটি। ফারজানা করেন ৪২ রান।
কিন্তু আলিয়াহ অ্যালেইনের একটি ওভারে পরপর দুই সেট ব্যাটারের বিদায়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। এরপর একে একে ফিরে যান নিগার সুলতানা (৫), স্বর্ণা (৬), রিতু মনি (১৫), ফাহিমা (৯), ও জান্নাতুল (৪)।
শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবম উইকেটে তাদের ৩১ রানের জুটি বাংলাদেশের সংগ্রহকে চ্যালেঞ্জিং করে তোলে। নাহিদা ২৫ রান করেন ৩৯ বলে, আর রাবেয়া অপরাজিত থাকেন ২৩ রানে।
বল হাতে ক্যারিবীয় বোলার আলিয়াহ অ্যালেইন ছিলেন দুর্দান্ত, ৯ ওভারে ৩৯ রানে নেন ৪ উইকেট। হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার ২টি করে উইকেট তুলে নেন, আর একটি উইকেট নেন চিনলে হেনরি।
ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকলেও শেষ দিকে দৃঢ়তা দেখিয়ে তারা প্রতিপক্ষের সামনে রেখেছে সম্মানজনক লক্ষ্য।
Leave a Reply