বাংলাদেশের সঙ্গে আলোচনাকে ‘ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন পর এই সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক, যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এই বৈঠক দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশের মাঝে নতুন কূটনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষজ্ঞ শাহাব এনাম বলেন, “অর্থনৈতিক দিক থেকে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এই আলোচনা গুরুত্বপূর্ণ। তবে মুক্তিযুদ্ধসহ অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় রাখা জরুরি।”
বিশ্লেষকরা আরও আশা করছেন, সরাসরি ফ্লাইট চালু, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১০ সালে ইসলামাবাদে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ২০১২ সালের পর এবারই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী — উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার — চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করতে যাচ্ছেন। এটি দুই দেশের সম্পর্ক পুনঃউষ্ণতার গুরুত্বপূর্ণ একটি ধাপ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply