গত কয়েকদিনের হালকা থেকে মাঝারি বৃষ্টির পর এবার দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চারদিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি, তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষভাগে তা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দেখা দিতে পারে ভারি বর্ষণ। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও, ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দেশে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই ধরনের পরিস্থিতি শনিবারও দেখা যেতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার থেকে বৃষ্টিপাত কিছুটা ছড়িয়ে পড়তে পারে ঢাকাসহ আরও কিছু এলাকায়। একই সঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply