জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান সংসদ সদস্য সাকিব আল হাসান আবারও আলোচনায়। একান্ত সাক্ষাৎকারে তিনি বিসিবির সাম্প্রতিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জাতীয় দলে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার আগ্রহ ও দৃষ্টি এখনো অটুট।
সম্প্রতি ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান-কে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার ক্রিকেট ক্যারিয়ার, রাজনীতিতে যুক্ত হওয়া, এবং সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলেন। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একটি স্টাম্পিং আউট নিয়ে বিসিবির ‘দৃশ্য পুনর্গঠনের’ সিদ্ধান্তে তিনি বিস্ময় প্রকাশ করেন।
সাকিব বলেন,
আমি এমন রিপোর্ট দেখেছি, যেখানে খেলোয়াড়দের দিয়ে ফিক্সিং ইস্যুর একটি দৃশ্য পুনরায় enact করতে বলা হয়। এটা একেবারেই অর্থহীন। ভিডিও ফুটেজ দেখলেই যা বোঝার বোঝা যায়। ক্রিকেট বোঝেন এমন কেউ-ই এটা ধরতে পারবেন। তাহলে কেন এই নাটক?
তিনি আরও যোগ করেন,
আপনি ওদের আনুষ্ঠানিকভাবে ডেকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আবার সেই দৃশ্য অভিনয় করানোর কোনো মানে হয়? আমি সত্যিই বুঝতে পারছি না। আমি পাগল, না ওরা?”
রাজনীতিতে সক্রিয় হওয়ার পর গত আগস্ট থেকে দেশে না ফেরা এই সংসদ সদস্য স্বীকার করেন যে বর্তমান সময়ে তিনি জীবনের নতুন দিক দেখছেন। তার ভাষায়, “আমি এখন মানুষের নতুন রূপ দেখতে পাচ্ছি। হয়তো আগে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম।”
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে সাকিব সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “আমি নিশ্চিত উনারা সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। তবে কতটা এগোতে পারবেন, তা সময়ই বলে দেবে।”
সাকিবের এই বক্তব্যে স্পষ্ট যে, খেলোয়াড় থেকে রাজনীতিক হয়ে ওঠার এই যাত্রায় তিনি নিজেকে খুঁজে দেখছেন নতুন আলোকে, এবং একইসঙ্গে দেশের ক্রীড়ানীতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন সাহসিকতার সঙ্গে।
Leave a Reply