ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ দেশের প্রেক্ষাগৃহে যেন এক উৎসবের আমেজ তৈরি করেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে দর্শকের প্রচণ্ড সাড়া পাচ্ছে। এখনো অব্যাহত রয়েছে সিনেমাটির দর্শকপ্রবাহ—প্রথম দুই সপ্তাহে সিনেমাটি চলেছে দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে।
‘বরবাদ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের তথ্য অনুযায়ী, প্রথম সাত দিনেই ছবিটির গ্রস কালেকশন দাঁড়ায় ২৭ কোটি ৪৩ লাখ টাকা, যা আগের রেকর্ডধারী ‘তুফান’ ও ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে আয় যোগ হয়েছে আরও প্রায় ১০ কোটি টাকা। সব মিলিয়ে সিনেমাটির আয় এরই মধ্যে ৩৭ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
প্রযোজক শাহরিন আক্তারের মতে, সিনেমাটি চলমান গতিতে এগোলে সপ্তাহ শেষেই আয়ের অঙ্ক ৫০ কোটিতে পৌঁছাতে পারে। ঈদুল আজহার আগ পর্যন্ত চলার সম্ভাবনা থাকায় প্রেক্ষাগৃহে এর দাপট অব্যাহত থাকবে বলেই তাদের প্রত্যাশা।
অন্তর্জাতিক পর্যায়ে এখনও মুক্তি না পাওয়া ‘বরবাদ’ শিগগিরই মুক্তি পাবে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। প্রযোজকের আশা, আন্তর্জাতিক বাজার থেকে আরও ১০-১৫ কোটি টাকার রাজস্ব আসতে পারে। সব মিলিয়ে ‘বরবাদ’-এর আয় ১০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এই সিনেমার সাফল্য ঢালিউডের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা বলিউডের ‘১০০ কোটির ক্লাব’-এর মতোই এক যুগান্তকারী ধাপ হয়ে উঠতে পারে।
Leave a Reply