প্যারিস সাঁ জার্মেইনের (পিএসজি) বিপক্ষে রোমাঞ্চকর জয় পেলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা হয়নি অ্যাস্টন ভিলার। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ভিলা পার্কে ৩-২ ব্যবধানে জিতেছে ইংলিশ ক্লাবটি, তবে প্রথম লেগে ৩-১ ব্যবধানে হেরে থাকায় মোট ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে উঠেছে পিএসজি।
তবে ম্যাচ শুরুর আগেই ঘটে এক বিব্রতকর ও হাস্যকর ঘটনা। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হওয়া সত্ত্বেও ভুলবশত ভিলা পার্কের স্পিকারে বাজানো হয় ইউরোপা লিগের সঙ্গীত। মুহূর্তেই এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
লিভারপুলের সাবেক ডিফেন্ডার ও বর্তমান বিশ্লেষক জেমি ক্যারাগার এই ঘটনাকে কৌতুকের মোড়কে টেনে আনেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং তাদের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে। বর্তমানে ধারে অ্যাস্টন ভিলায় খেলা রাশফোর্ড ইউরোপা লিগের ম্যাচে নিয়মিত খেলতেন ইউনাইটেডের হয়ে। তাই ক্যারাগার মজার ছলে বলেন, “রাশফোর্ডকে খুব স্বচ্ছন্দ লাগছিল, ইউরোপা লিগের সুর তো তার পরিচিত!”
তবে রাশফোর্ড মজার উত্তর না দিলেও পারফরম্যান্স দিয়ে দিয়েছেন সঠিক জবাব। দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলার একটি গোলের সহায়তা করেন তিনি। পুরো দুই লেগেই মাঠে ছিলেন কার্যকর এবং ছন্দে।
অন্যদিকে, তার মূল দল ম্যানচেস্টার ইউনাইটেড এবারও হতাশ করছে ভক্তদের। ইউরোপা লিগে তারা বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এবং প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই করার সম্ভাবনা ক্ষীণ।
Leave a Reply