দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে আজ (বুধবার, ১৬ এপ্রিল) ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। ঢাকা সফরে তিনি পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আমনা বালুচ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং বৃহস্পতিবার সকালেই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং বিমান যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকের পর মধ্যাহ্নভোজ শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। দিন শেষে বারিধারায় আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন তিনি, যেখানে উপস্থিত থাকবেন সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের আর্থিক দেনা-পাওনা বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এই সফর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply