কয়েক দিনের প্রচণ্ড গরম আর অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ঢাকাবাসী। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আকাশ ধীরে ধীরে মেঘে ঢেকে যায়। এরপর বেলা ৩টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়া এবং টানা বৃষ্টি, যা নগরজীবনে এক ধরনের স্বস্তি এনে দেয়।
আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর, আসাদগেট ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মেলে। দীর্ঘ গরমের পর এই বৃষ্টিকে অনেকে স্বস্তির ‘উপহার’ হিসেবে দেখছেন।
ধানমন্ডির বাসিন্দা ফারহানা ইসলাম বলেন, “গত কয়েক দিনের গরমে হাঁসফাঁস অবস্থা ছিল। আজকের বৃষ্টি যেন প্রকৃতির পক্ষ থেকে এক চমৎকার উপহার।”
বাংলামোটরে এক চায়ের দোকানি গণি মিয়া জানান, “দুপুর থেকেই আকাশে মেঘ ছিল। বৃষ্টি নামার পর দোকানে বসে একটু শান্তি পেলাম।”
কলাবাগানে অফিস শেষে বাসায় ফেরার পথে বৃষ্টিতে ভিজে যান সালমা আক্তার। তিনি বলেন, “বৃষ্টিতে ভিজলেও মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এসেছে। শহর যেন নতুন করে জেগে উঠেছে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ফলে ঢাকার তাপমাত্রা কিছুটা কমে যাবে, যা নগরবাসীর জন্য কিছুটা আরামদায়ক আবহাওয়া তৈরি করবে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও প্রচণ্ড গরম অব্যাহত রয়েছে। অনেক জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Leave a Reply