বিশ্বজুড়ে প্রভাবশালী নেতাদের নিয়ে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের ‘১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসন’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকার ‘লিডার’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।
এ তালিকায় তাঁর সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনী ইলন মাস্ক।
ড. ইউনূসের অন্তর্ভুক্তি নিয়ে টাইমে নিবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিনটন। তিনি বলেন, “গত বছরের ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রীর পদচ্যুতি ঘটে। এরপর ড. ইউনূস পরিচিত নেতৃত্ব হিসেবে এগিয়ে এসে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
হিলারি আরও স্মরণ করেন ড. ইউনূসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কথা, যা ক্ষুদ্রঋণের মাধ্যমে দেশের লাখো দরিদ্র নারীকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলেছে। তিনি বলেন, “৯৭ শতাংশ ঋণগ্রহীতা নারী, যারা নিজস্ব ব্যবসা গড়ে তুলে পরিবারে অর্থনৈতিক নিরাপত্তা এনেছেন।”
নিজ অভিজ্ঞতা থেকে তিনি আরও জানান, “আমার ড. ইউনূসের সঙ্গে প্রথম দেখা হয় আরকানসাসে, যখন তিনি আমাদের রাজ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালুর পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তখন থেকেই আমি তার কাজের প্রভাব পৃথিবীর বিভিন্ন দেশে প্রত্যক্ষ করেছি।”
বর্তমানে ইউনূসের ভূমিকা সম্পর্কে হিলারি বলেন, “আজ তিনি আবার দেশের সংকটে পাশে দাঁড়িয়েছেন। নিপীড়নমুক্ত, মানবাধিকারসম্মত ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তিনি নেতৃত্ব দিচ্ছেন।”
Leave a Reply