আজ বুধবার ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে অনুভূত হয়েছে শক্তিশালী এক ভূমিকম্প। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৪ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, এর ঠিক আগের দিন—মঙ্গলবার, তিব্বত এবং নেপালেও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়। যদিও সেগুলোতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় মাঝেমধ্যেই সেখানে কমবেশি কম্পন অনুভূত হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতে ওয়াকফ বিল ঘিরে উত্তেজনা: উজ্জয়িনীর উচ্ছেদ কি বড় সংকেত?
Leave a Reply