কাঁধের ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। তবে সুপার লিগে মাঠে নামতে যাচ্ছেন টাইগারদের এই বাঁহাতি পেসার। তিনি খেলবেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
ডিপিএলের গ্রুপ পর্ব শেষ হয়েছে গত ১৩ এপ্রিল। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় অন্যান্য ক্রিকেটাররা অংশ নিলেও ইনজুরির কারণে ছিলেন না মোস্তাফিজ। জানা গেছে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কাঁধে হালকা চোট পেয়েছিলেন। যদিও তা গুরুতর নয়, তারপরও পুনর্বাসনের জন্য বাইরে ছিলেন কিছুদিন।
সম্প্রতি তাকে নিয়মিত শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে। এখন পুরোপুরি ফিট এই পেসার। ক্লাব সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
ডিপিএলের প্রথম পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে মোহামেডান। ১১ ম্যাচে ৯টি জয় তুলে নিয়ে সুপার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে দলে পাওয়া সুপার লিগের লড়াইয়ে বাড়তি শক্তি যোগাবে বলে আশা করছে ক্লাবটি।
Leave a Reply