বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন,
বাংলাদেশ একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। আমরা সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সেই লক্ষ্যে সেনাবাহিনী সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “এই দেশ সব নাগরিকের জন্য। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতেই আমাদের সমাজ গড়ে উঠেছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের যেকোনো অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে।”
জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান এবং বলেন, “আমরা বিশ্বাস করি, শান্তি ও সহাবস্থানই আমাদের জাতীয় শক্তি। সেনাবাহিনী সবসময়ই সেই মূল্যবোধ রক্ষায় নিবেদিত থাকবে।”
Leave a Reply