বাংলাদেশি পাসপোর্টে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ।
গত ৭ এপ্রিল উপসচিব নীলা আক্তারের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে পূর্বে থাকা “ইসরায়েল ব্যতীত” শর্তটি আবারও যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) এই নির্দেশনার বিষয়টি জনসমক্ষে আসে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়ে বলা হয়, বিষয়টির প্রাসঙ্গিক গুরুত্ব বিবেচনায় রেখে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পাসপোর্টে পুনর্বহালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে দেশে ই-পাসপোর্ট চালুর সময় এই শর্তটি নতুন পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়। তবে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই এই পরিবর্তন আনা হয়েছিল, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনার জন্ম দেয়।
বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাই এই শর্ত পুনরায় অন্তর্ভুক্তিকে অনেকেই দেখছেন সরকারের নীতিগত অবস্থানের প্রতিফলন হিসেবে।
Leave a Reply