গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ মানুষের ওপর চলমান গণহত্যার প্রতিবাদে আজ শনিবার (১২ এপ্রিল) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামক গণজমায়েত কর্মসূচি। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার গভীর রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ চলতে দেখা গেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর। তিনি জানান, রাত থেকেই মাঠজুড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোরের দিকে আরও সদস্য যুক্ত হবে।
প্রথমে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল আয়োজনের পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে পরিবর্তিত সিদ্ধান্তে এখন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের মাধ্যমে কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, তাবলিগ জামাত, আহলে হাদিসসহ আরও বহু দল ও সংগঠন এই আয়োজনে সংহতি জানাবে।
এছাড়াও এ কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে সমাজের বহু পরিচিত মুখের। তাদের মধ্যে রয়েছেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, মাহমুদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমসহ একাধিক আলেম ও বিশিষ্টজন।
এ ছাড়া উপস্থিত থাকবেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, উদ্যোক্তা আয়মান সাদিক, আরজে কিবরিয়া, কবি মুহিব খান ও লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
এই গণজমায়েত শুধুই একটি প্রতিবাদ নয়, বরং একটি মানবিক অবস্থান—যা বিশ্ববাসীকে গাজার পক্ষে সোচ্চার হতে নতুন করে আহ্বান জানাবে।
Leave a Reply