নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট এবং ঢাকা বাইপাস মহাসড়কের সংযোগস্থলে গড়ে উঠেছে একটি বিশৃঙ্খল ময়লার ভাগাড়। দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশে দিনের আলোয় প্রকাশ্যে ফেলা হচ্ছে আবাসিক, চিকিৎসা ও পশু বর্জ্য—যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে উঠেছে।
বর্তমানে ৬ লেন বিশিষ্ট এই সড়কের সম্প্রসারণ কাজ প্রায় ৭০% সম্পন্ন হলেও, মহাসড়কের একাধিক স্থানে অসচেতনভাবে ময়লা ফেলে রাখা হচ্ছে। আশপাশে থাকা ২০-২৫টি গ্রামের গৃহস্থালি বর্জ্য ছাড়াও অন্তত ১০-১২টি ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিকেল প্রতিষ্ঠানের মেডিকেল বর্জ্যও এখানে নিয়মিত ফেলা হচ্ছে। স্থানীয়দের দাবি, গবাদি পশুর মৃতদেহ পর্যন্ত মহাসড়কের পাশেই ফেলে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এ এলাকাতেই অবস্থিত দেশের প্রথম চার লেনবিশিষ্ট আধুনিক ফ্লাইওভার, যার নিচেও এখন ময়লার স্তুপ জমেছে। ঝড়-বৃষ্টির সময় ময়লার পানি সড়কে ছড়িয়ে পড়ে, যার কারণে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগজীবাণু, কিট-পতঙ্গ এবং বিশেষ করে মশা-মাছির উৎপাত। এতে পথচারী ও যানবাহনের চালকরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি এলাকার বাসিন্দারাও হুমকির মুখে পড়েছেন।
বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা ধরনের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বহুবার প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কয়েকবার পাহারার ব্যবস্থা ও ব্যারিকেড দিলেও তা কেউ মানছে না।
এলাকাবাসীর বলছেন , দ্রুত এই ময়লার ভাগাড় সরিয়ে নেওয়া না হলে তারা সড়ক অবরোধসহ আন্দোলনে যেতে বাধ্য হবেন। এমন পরিস্থিতিতে মাত্র এক ঘণ্টার অবরোধই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই এলাকা দিয়ে দেশের পূর্বাঞ্চলীয় ১৬টি জেলার লাখো মানুষ প্রতিদিন চলাচল করে। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরাঞ্চলে মালামাল পরিবহনকারী ট্রাকও এই সড়ক ব্যবহার করে। ফলে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে অর্থনীতি ও জনস্বাস্থ্য—দুটোই মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।
Leave a Reply