জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ভারত-পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তে (লাইন অফ কন্ট্রোল) ভয়াবহ গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় সেনা সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যম ও ভারতীয় সেনাবাহিনীর তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংঘর্ষের জেরে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি ধীরে ধীরে বড় ধরনের যুদ্ধের দিকে এগোচ্ছে।
ভারতীয় বাহিনীর দাবি, পাকিস্তান সীমান্ত পেরিয়ে সশস্ত্র ব্যক্তিরা ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তখনই গোলাগুলি শুরু হয় দুই পক্ষের মধ্যে। পাল্টাপাল্টি হামলায় এক সেনা নিহত হন, আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে। নিহত সেনাটি ‘হোয়াইট নাইট কোর’-এর সদস্য ছিলেন।
সাম্প্রতিক মাসগুলোতে জম্মু ও কাশ্মীর অঞ্চলে বাড়ছে সীমান্ত সংঘাত। শুধু গেল ১৯ দিনেই সীমান্তে অন্তত চারটি এনকাউন্টার ও একাধিক স্নাইপার হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী বারবার পাকিস্তানকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে।
এর আগে পুঞ্চ ও আখনূরের মতো সীমান্তবর্তী এলাকায়ও বিস্ফোরণ ও গুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের মতে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, গোলাবারুদ উদ্ধার এবং সেনা অভিযানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বৃহস্পতিবার দু’দেশের ব্রিগেডিয়ার পর্যায়ের এক বৈঠক হলেও তার কয়েক ঘণ্টার মধ্যেই আবার সংঘর্ষ শুরু হয়। যদিও ২০০৩ সালে উভয় দেশ যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছিল এবং ২০২১ সালে তা নবায়ন করা হয়, বাস্তবে সেই চুক্তি মানা হচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাপ্রধানের ঘন ঘন কাশ্মীর সফর ঘিরেও তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও উদ্বেগ।
Leave a Reply