ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসিকে আরও কিছু বছর দেখা যেতে পারে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও ক্লাব এবং ফুটবল কিংবদন্তির মধ্যে নতুন চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
মেসির আগমনের পর থেকে আমেরিকান ফুটবলে এসেছে নাটকীয় পরিবর্তন। শুধু ইন্টার মায়ামিই নয়, পুরো মেজর লিগ সকার (MLS) পেয়েছে নতুন পরিচিতি ও জনপ্রিয়তা। তাই স্বাভাবিকভাবেই, ইন্টার মায়ামি এবং MLS কর্তৃপক্ষ চান, মেসির যুক্তরাষ্ট্র অধ্যায় আরও দীর্ঘ হোক।
ইন্টার মায়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস এক সাক্ষাৎকারে জানান, মেসির সঙ্গে নতুন করে চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন তাঁরা। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে ২-৩ মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে।
জর্জ মাস বলেন,
আমাদের লক্ষ্য আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত করা। আমরা স্বপ্ন দেখি, নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচেই অধিনায়ক মেসিকে মাঠে দেখতে। যদি সবকিছু ঠিকঠাক চলে, আগামী মার্চে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।
এদিকে, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেও MLS ও যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন মেসিকে দেশে রাখতে আগ্রহী। কারণ মেসির উপস্থিতি শুধু মাঠ নয়, মার্কেটিং ও দর্শকসংখ্যার দিক থেকেও বিশাল ইতিবাচক প্রভাব ফেলেছে।
এছাড়াও, ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রে থেকে মেসির লাভের দিকও আছে। অফ সিজনে বার্সেলোনায় খেলার সুযোগ থেকে শুরু করে স্বপ্নের কাতালুনিয়ায় ফেরার পথ অনেকটাই সহজ করে দিয়েছে মায়ামি-ভিত্তিক এই চুক্তি।
Leave a Reply