চলমান আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের সময়টা একদমই অনুকূলে যাচ্ছে না। প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হারের মুখ দেখেছে দলটি। সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লজ্জাজনকভাবে ৮ উইকেটে পরাজিত হয়েছে চেন্নাই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে ম্যাচের পারফরম্যান্সের পাশাপাশি আলোচনার কেন্দ্রে চলে এসেছে মাহেন্দ্র সিং ধোনির আউট।
চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ইনজুরির কারণে বাইরে থাকায় এই ম্যাচে নেতৃত্বে ফেরেন ধোনি। কিন্তু নিজের অধিনায়কত্বের প্রত্যাবর্তনের ম্যাচেই তিনি মাত্র ১ রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন, সুনীল নারিনের বলে। রিভিউ নেওয়া সত্ত্বেও সিদ্ধান্ত বদলায়নি। বল ট্র্যাকিং অনুযায়ী বল স্ট্যাম্পে আঘাত করত—এটা নিশ্চিত ছিল। কিন্তু প্রশ্ন উঠেছে প্রযুক্তিগত বিশ্লেষণ আলট্রাএজ নিয়ে।
ধোনির আউটের সময় আলট্রাএজে দেখা যায়, বল ব্যাটের খুব কাছ দিয়ে যাওয়ার সময় হালকা স্পাইক উঠেছিল। একটি বড় স্পাইকও লক্ষ্য করা যায়, যা ব্যাটে লাগার ইঙ্গিত দিতে পারে। তবে আম্পায়ার সেই স্পাইককে বাইরের শব্দ ধরে নিয়ে বল ট্র্যাকিংয়ের সিদ্ধান্তে চলে যান এবং আউট দেন ধোনিকে।
যদিও মাঠে থাকা খেলোয়াড় বা ধারাভাষ্যকাররা এ নিয়ে তেমন কিছু বলেননি, সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয় উত্তাল বিতর্ক। অনেকেই দাবি করছেন, স্পষ্ট ব্যাটে লাগার প্রমাণ থাকা সত্ত্বেও ধোনিকে অন্যায়ভাবে আউট দেওয়া হয়েছে। কেউ কেউ এমনকি আম্পায়ারদের সিদ্ধান্তে পক্ষপাতিত্ব বা ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন।
তবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ বা কোনো খেলোয়াড় এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
ধোনির মতো অভিজ্ঞ খেলোয়াড়ের আউট নিয়ে এমন প্রযুক্তি নির্ভর বিতর্ক আরও একবার প্রশ্ন তুলছে—আধুনিক প্রযুক্তি আসলে কতটা নির্ভরযোগ্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি কতটা প্রভাব ফেলে?
Leave a Reply