বাংলাদেশ এখন দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয়ের প্রভাবে রয়েছে, যা আগামী ১৩ দিন ধরে দেশের আবহাওয়ায় ব্যাপক প্রভাব ফেলবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এই সময়জুড়ে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রবল কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ১০ থেকে ১৬ এপ্রিলের মধ্যে বৃষ্টিবলয়ের প্রভাবে দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে। বিশেষ করে দেশের আট বিভাগের ৬৪ জেলাতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
বৃষ্টির প্রভাব বেশি পড়বে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। পাশাপাশি ঢাকাসহ রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলেও তীব্র ঝড়-বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।
বিডব্লিউওটি আরও জানায়, এই বৃষ্টিবলয় আজ ১০ এপ্রিল উত্তরবঙ্গ, রংপুর বিভাগ এবং কক্সবাজার অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ১৪ এপ্রিল থেকে এটি আরও বিস্তৃত হয়ে দেশের অধিকাংশ এলাকায় সক্রিয় হবে এবং ২২ এপ্রিল সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে।
এই সময়ের মধ্যে, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি সক্রিয় থাকবে; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয়তা থাকবে; এবং খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক কম প্রভাব পড়বে।
বৃষ্টিবলয়ের এই দীর্ঘ মেয়াদে দেশের প্রায় ৫০ শতাংশ এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে বলেও আশা করা যাচ্ছে।
Leave a Reply