যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, অধিকাংশ দেশের জন্য প্রস্তাবিত ‘পাল্টা শুল্ক’ তিন মাসের জন্য স্থগিত থাকবে। এই সময়ে এসব দেশকে ১০% হারে শুল্ক দিতে হবে। তবে চীন, কানাডা ও মেক্সিকো এই ছাড়ের বাইরে।
বিশেষ করে চীনের ক্ষেত্রে শুল্ক ১০৪% থেকে বাড়িয়ে করা হয়েছে ১২৫%। ট্রাম্প বলেন,
সব দেশের সঙ্গে ন্যায্য সমঝোতা সম্ভব।” হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।
বাংলাদেশের পক্ষ থেকে এর আগে অনুরোধ জানানো হয় শুল্ক স্থগিতের জন্য। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত আমরা।”
উল্লেখ্য, অতিরিক্ত ৩৭% শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ায় ৫২%। তবে এই তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশের অর্থনীতিবিদরা।
চীনের বিরুদ্ধে ট্রাম্পের কড়া অবস্থানের কারণে দেশটির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৮৪% শুল্ক আরোপ করেছে।
শুল্ক সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা গেলেও, ছাড়ের ঘোষণা পুঁজিবাজারে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
Leave a Reply