এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর তিনি বলেন, “প্রশ্নফাঁস আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ইস্যু। যেসব উৎস থেকে প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা থাকে, সেগুলোর ওপর আমাদের নজরদারি ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও জানান,
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৯ লাখ শিক্ষার্থী। এত বড় পরিসরে পরীক্ষার সুষ্ঠু আয়োজন এককভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। এজন্য বিভিন্ন অংশীজনের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
পরীক্ষা শুরুর প্রথম দিনেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা শুরু থেকেই সচেতন আছি যেন কোনো ব্যত্যয় না ঘটে। সকলের সহায়তায় পরীক্ষা যেন নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আমরা সর্বদা প্রস্তুত।”
Leave a Reply