ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আসন্ন কয়েক মাসের মধ্যেই ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করবে। ৯ এপ্রিল (বুধবার) সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।
ফ্রান্স ফাইভ টেলিভিশনের এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধানে আগামী জুনে নিউইয়র্কে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে সভাপতিত্ব করবে। এ সম্মেলন হতে পারে বহু প্রতীক্ষিত দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।
ম্যাক্রোঁ বলেন,
“স্বীকৃতির ক্ষেত্রে আমাদের এগোতে হবে। এবং আগামী কয়েক মাসের মধ্যেই আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই,”।
ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু রাজনৈতিক নয়, বরং একটি নৈতিক দায়বদ্ধতার অংশ। গত বছর ফেব্রুয়ারিতেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ফ্রান্সের জন্য এমন স্বীকৃতি দেওয়া ‘নিষিদ্ধ নয়’, বরং এটি প্রয়োজনীয়।
তিনি বলেন,
“আমরা ফিলিস্তিনিদের কাছে ঋণী, যাদের স্বপ্ন বারবার পদদলিত হয়েছে। একইসাথে আমরা ইসরাইলিদের কাছেও ঋণী, যারা ইতিহাসের ভয়াবহ ইহুদী-বিরোধী গণহত্যার শিকার হয়েছে। এখন আমাদের দরকার একটি ন্যায়ের ভিত্তিতে এগিয়ে যাওয়া।”
ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন,
“এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করবে।”
অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন,
“একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে সেটি মূলত হামাসের অবস্থানকেই শক্তিশালী করবে।”
বর্তমানে ১৪৬টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ২০২৪ সালে আর্মেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, স্লোভেনিয়া, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস উল্লেখযোগ্য।
Leave a Reply