মেহেদী হাসান হৃদয় পরিচালিত ঈদ রিলিজ ‘বরবাদ’ মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। সিঙ্গেল স্ক্রিন হোক কিংবা মাল্টিপ্লেক্স—প্রতিটি হলে দর্শকের উপচে পড়া ভিড় সিনেমাটির জনপ্রিয়তারই প্রমাণ।
মুক্তির ৯ দিন পার হলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বরং আরও বেড়েছে। এমন অবস্থায় সিনেমাটির আয় নিয়ে দর্শকদের কৌতূহল মেটাতে সামনে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, মুক্তির প্রথম সাত দিনেই ‘বরবাদ’-এর গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা। যদিও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আয়ের পরিসংখ্যান আলাদাভাবে জানানো হয়নি।
এই আয় দেশের সিনেমা ইতিহাসে নতুন মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ঈদের ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’ এক মাসে আয় করেছিল প্রায় ২৭ কোটি টাকা। সে জায়গায় মাত্র এক সপ্তাহেই ‘বরবাদ’ সেই অঙ্ক ছুঁয়ে ফেলেছে।
প্রযোজনা সূত্রে আরও জানা গেছে, শিগগিরই ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক বাজারে—যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ায়। ফলে সিনেমাটির আয়ের পরিমাণ খুব দ্রুতই ৫০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশাল বাজেটের এই সিনেমায় শাকিব খান ও ইধিকা পালকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত এবং শ্যাম ভট্টাচার্য। সিনেমাটির বিশেষ আকর্ষণ ছিল টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের পারফর্ম করা আইটেম গানটি।
Leave a Reply