বাংলাদেশ আর ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এর নতুন নির্দেশনায় এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কথা জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই, স্থানীয় সময় ৮ এপ্রিল, মঙ্গলবার।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে,
বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে আর ভারতের স্থল ও বিমানবন্দর ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি, বাংলাদেশের কনটেইনার ও পণ্যবাহী ট্রাক ভারত পেরিয়ে অন্য দেশে প্রবেশ করতেও পারবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস এর বিশ্লেষণে জানানো হয়, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের নেপাল, ভুটান ও মিয়ানমার-এর সঙ্গে বিদ্যমান তৃতীয় দেশীয় বাণিজ্য চুক্তিগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে করে বাংলাদেশের রফতানি সক্ষমতা হ্রাস পেতে পারে এবং আঞ্চলিক লজিস্টিকস খরচ বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
উল্লেখ্য, ভারত ২০২০ সালের ২৯ জুন প্রথমবারের মতো বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল। প্রায় চার বছর পর সেই সুবিধা প্রত্যাহার করায় দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে, এমনটি আশঙ্কা করছে ব্যবসায়িক মহল।
Leave a Reply