চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ডেকলান রাইসের জোড়া ফ্রি কিক গোল আর মেরিনোর দারুণ এক স্লট গোলে ম্যাচে আধিপত্য ধরে রাখে গানার্সরা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণ করে বসে রিয়াল। প্রথম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শট ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই।
বিরতির ঠিক আগমুহূর্তে আর্সেনালের দুটি সম্ভাব্য সুযোগ প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচের ৩১তম মিনিটে একক প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে।
ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে দলকে লিড এনে দেন ডেকলান রাইস—যা তার ক্লাব ক্যারিয়ারে সরাসরি ফ্রি কিক থেকে প্রথম গোল। এরপর ৭০ মিনিটে আরেকটি ফ্রি কিকে রাইস করেন নিজের দ্বিতীয় গোল।
মাত্র ১২ মিনিটে দুটি গোল করে স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে দেন রাইস। ম্যাচের ৭৫ মিনিটে রিয়ালকে আরও কোণঠাসা করে দেন মেরিনো, যিনি তৃতীয় গোলটি করে নিশ্চিত করেন আর্সেনালের বড় জয়।
চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথে বড় এক পদক্ষেপ নিল আর্সেনাল।
Leave a Reply