জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজাকে মঙ্গলবার “একটি হত্যাযজ্ঞ ক্ষেত্র” হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় আরও অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Doctors Without Borders (MSF) জানিয়েছে, এই হামলাটি গাজার আল-মাওয়াসি অঞ্চলের তথাকথিত ‘নিরাপদ জোনে’ তাদের একটি ক্লিনিকের কাছেই চালানো হয়।
একই সময়ে, নতুন একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরাইলি বাহিনী খান ইউনিসে একটি দাতব্য রান্নাঘরে গোলাবর্ষণ করছে—যেখানে বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার সরবরাহ করা হচ্ছিল।
গাজায় হামলার পাশাপাশি, ইয়েমেনের হোদেইদা শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে লেবাননের বালবেক ও বেকা উপত্যকায়ও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০,৮১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১৫,৬৮৮ জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো এক হামলায় ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এরপর থেকেই ইসরাইলের গাজায় এই বিধ্বংসী যুদ্ধ শুরু হয়।
Leave a Reply