ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, রবিবার রাতের ওই হামলায় একটি বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়, যেখানে চার নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পশ্চিম সানার বানি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও আরও তিনটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে, তবে এ ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত নয়।
এর আগে হুথি গোষ্ঠী দাবি করে,
ইয়েমেনের সাদা প্রদেশে তাদের একটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।
হুথিদের মালিকানাধীন ‘আল মাসিরাহ’ স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি দুইতলা ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
এই হামলাগুলো মূলত লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হুথিদের একাধিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হচ্ছে।
গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথি গোষ্ঠী ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে।
হোয়াইট হাউস জানায়, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পর্যন্ত ২০০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে।
গত মাসেই একাধিক হামলায় বেসামরিক নাগরিক, সামরিক ঘাঁটি এবং সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
হুথিদের দাবি, গাজার ওপর অবরোধ এবং যুদ্ধবিরতির অবসানকে কেন্দ্র করে তারা ফের ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করেছে।
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০ টিরও বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
Leave a Reply