টরন্টো এফসির বিপক্ষে জয় পেলেই মেজর লিগ সকারের (এমএলএস) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেত ইন্টার মায়ামি। তবে ড্রয়ের ফলে সেই সুযোগ হাতছাড়া হলেও দলটির অধিনায়ক লিওনেল মেসি গড়েছেন নতুন এক ক্লাব রেকর্ড।
বাংলাদেশ সময় সোমবার (৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি ও টরন্টো এফসি ১-১ গোলে ড্র করেছে। দু’দলের গোল দুটি এসেছে প্রথমার্ধের ইনজুরি টাইমে— টরন্টোর হয়ে গোল করেন ফেদেরিকো বার্নারদেস্কি, আর মায়ামির পক্ষে সমতাসূচক গোলটি করেন লিওনেল মেসি।
এই গোলের মাধ্যমে মেসি ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৪৪টি গোল অবদানে (গোল + অ্যাসিস্ট) যুক্ত হন, যা ক্লাবের ইতিহাসে নতুন রেকর্ড।
এতে তিনি পেছনে ফেলেছেন নিজের স্বদেশি এবং ক্লাবের সাবেক ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনকে, যার সর্বমোট অবদান ছিল ৪০টি (ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী)।
২৯ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে তালেস্কো সেগোভিয়া গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়।
৩৯ মিনিটে মেসির একটি গোল বাতিল হয় ফাউলের কারণে।
ইনজুরি টাইমে (৪৫+৪ মিনিটে) বার্নারদেস্কি প্রথমে গোল করেন টরন্টোর হয়ে।
ঠিক পরের মিনিটে (৪৫+৫) ডি বক্স থেকে বাঁকানো শটে গোল করে জবাব দেন মেসি।
এই ড্রয়ের ফলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে রয়েছে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া কলম্বাস ক্রু।
টরন্টো এফসি রয়েছে ১৪ নম্বরে, মাত্র ৩ পয়েন্ট নিয়ে।
Leave a Reply