২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মার্কিন অর্থনীতিতে আনবে ৪১ বিলিয়ন ডলার—এমনটাই জানাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজিত এই মেগা টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের জিডিপিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রবেশ করবে প্রায় ৬.৫ মিলিয়ন আন্তর্জাতিক দর্শনার্থী। এই মেগা ইভেন্ট থেকে শুধু অর্থনৈতিক নয়, সামাজিক সুফলও আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপ কেন্দ্র করে ৮ লাখ ২৪ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে তিন আয়োজক দেশজুড়ে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি হবে ১ লাখ ৮৫ হাজার পূর্ণকালীন চাকরি, যার মাধ্যমে ৩০.৫ বিলিয়ন ডলারের গ্রস আউটপুট এবং ১৭.২ বিলিয়ন ডলার জিডিপি বুস্ট আশা করা হচ্ছে।
শুধু ফিফা বিশ্বকাপ নয়, চলতি বছর জুনে প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপও বড় প্রভাব ফেলবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ১১টি শহরে আয়োজিত এই আসর দেখতে ৩.৭ মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটবে বলে অনুমান। এটি বিশ্বজুড়ে জিডিপিতে যোগ করবে প্রায় ২১.১ বিলিয়ন ডলার।
তাছাড়া এই আসরের মাধ্যমে ৩.৩৬ বিলিয়ন ডলারের সামাজিক সুফল এবং ১ লাখ ৫ হাজার নতুন কর্মসংস্থানের সম্ভাবনা থাকছে যুক্তরাষ্ট্রে।
এবারের ক্লাব বিশ্বকাপ আয়োজনকে আগামী বছরের ফিফা বিশ্বকাপের রিহার্সাল হিসেবেও দেখছেন আয়োজকরা।
Leave a Reply