প্রায় ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। দুর্নীতির অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নাসির এবার রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন। বল হাতে ৩১ রানে ১ উইকেট এবং ব্যাট হাতে ১১ বলে ৯ রান করেন তিনি।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগে অংশ নিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে আইসিসি তাকে অভিযুক্ত করে। এরপর ২০২৩ সালে আইসিসি তাকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে।
নির্ধারিত শাস্তির শর্ত পূরণ করায় গত ৬ এপ্রিল থেকে উঠে যায় তার ওপর থাকা নিষেধাজ্ঞা। মাঠে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসির জানান, ফিরে আসার অনুভূতি কেমন ছিল।
নাসির বলেন,
“অবশ্যই ভালো লাগছে। ক্রিকেটটা অনেক মিস করছিলাম। এতদিন পর আবার মাঠে ফিরতে পেরে খুব ভালো লাগছে।”
দীর্ঘ বিরতির পরও আত্মবিশ্বাসী নাসির আগের মতোই মজার ছলে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তবে রসিকতার মাঝেও তুলে ধরেন মিডিয়া সম্পর্কে কিছু অসন্তোষ।
তার ভাষায়, “যাদের নাম হয়, তাদের বদনামও হয়—এটা স্বাভাবিক। কিন্তু এখন অনেক অনলাইন মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য যা-তা নিউজ করে। এটা ঠিক না। একটা ভুল সংবাদ কিংবা কিছু লাইক পাওয়ার জন্য কারও পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারাও এটা বোঝেন। যদি আপনাদের পরিবারের সঙ্গে এমন হয়, তখন হয়তো উপলব্ধি করবেন।”
এছাড়া ক্রিকেটে ফেরার পর বেশ কিছু ক্লাব থেকে প্রস্তাব পেলেও নাসির বেছে নিয়েছেন রূপগঞ্জ টাইগার্সকে। কেন এই ক্লাব, সেটাও জানালেন খোলাসা করে।
তিনি বলেন, “প্রস্তাব পেয়েছিলাম অনেক দলের কাছ থেকে। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কে কেমন আচরণ করছে এবং আমাকে কীভাবে গুরুত্ব দিচ্ছে। আমি কোনো দলের অপশন হতে চাই না যে কেউ এলে খেলবো, না হলে নয়। রূপগঞ্জ টাইগার্স আমাকে গুরুত্ব দিয়েছে, শুধু প্রস্তাব নয়, আচরণেও সেটা বুঝিয়েছিল।”
নাসির হোসেনের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি আলোচনার বিষয়। এখন দেখার পালা—দীর্ঘ বিরতির পর মাঠে নিজের পুরোনো ছন্দ কতটা ফিরে পেতে পারেন তিনি।
Leave a Reply