বাংলাদেশে বাড়তি আমদানি শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিনি শুল্কনীতি পুনর্বিবেচনার আহ্বান জানান, যাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহত হয়।
ড. ইউনূসের চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এলএনজি আমদানির জন্য নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। পাশাপাশি তুলা আমদানি প্রক্রিয়ায় গুদামজাতকরণে বিশেষ সুবিধা দেয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, গ্যাস টার্বাইন, চিকিৎসা সরঞ্জামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও চিঠিতে জানানো হয়।
এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ড. ইউনূস।
Leave a Reply