গাজায় চলমান ইসরায়েলি বোমা হামলায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সহায়তা দেয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সমালোচনার মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানেও দেখা গেছে নজিরবিহীন প্রতিবাদ।
অনুষ্ঠান চলাকালে মাইক্রোসফটের ফিলিস্তিনপন্থি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ হঠাৎই উপস্থাপকের বক্তব্য থামিয়ে দিয়ে দৃপ্ত কণ্ঠে জানান,
মাইক্রোসফট গাজায় গণহত্যায় সহায়তা দিচ্ছে। আমরা এর অংশ হতে পারি না!
এছাড়া, একই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকা অবস্থায় বিল গেটসের সামনেই আরও এক কর্মী ভানিয়া আগারওয়াল প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে তিনি মাইক্রোসফট থেকে পদত্যাগ করেন, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডকে “গণহত্যায় সহায়তা” বলে আখ্যা দিয়ে।
এই প্রতিবাদ মূলত ইসরায়েলি ডিফেন্স মিনিস্ট্রির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান Taranis-এ মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম Azure ব্যবহারের অভিযোগকে ঘিরে। Taranis মূলত AI-এর মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত ও হামলার সিদ্ধান্তে ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করে থাকে। এই প্রযুক্তি ব্যবহার করেই গাজায় চালানো হচ্ছে হামলা, যার ফলে বেসামরিক প্রাণহানি আশঙ্কাজনক হারে বাড়ছে।
মানবাধিকার সংস্থা Access Now এ বিষয়ে বলেছে,
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এমন দায়িত্বহীন সহযোগিতা মানবাধিকারের জন্য ভয়ঙ্কর হুমকি। তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত।
মাইক্রোসফটের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনাগুলো প্রযুক্তি ও মানবাধিকারের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
Leave a Reply