গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রাতভর চলা হামলায় প্রাণহানির বড় অংশই ঘটেছে গাজা শহরে, যেখানে এক ড্রোন হামলায় এক বাবা ও তার মেয়ে নিহত হন। দক্ষিণ গাজায় একটি বাস্তুচ্যুত শিবিরে হামলায় আরও অন্তত ছয়জন নিহত হয়েছেন।
এছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলার নতুন ফুটেজে দেখা গেছে,
স্পষ্টভাবে চিহ্নিত এম্বুলেন্স ও প্রতিফলক জ্যাকেট পরিহিত জরুরি সহায়তাকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হচ্ছে। এসব ঘটনায় আগেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন চিকিৎসক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০,৬৯৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১,১৫,৩৩৮ জন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষকে মৃত ধরে মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো এক হামলায় কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে নেওয়া হয়।
Leave a Reply