বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ট্রাম্প বলেন,
আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি বাংলাদেশ ও তার জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সময়টি বাংলাদেশের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তার দিক থেকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে ট্রাম্প আরও বলেন,
যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও এই অংশীদারত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশাবাদী যে আমরা একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে পারব, পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা জোরদারেও কাজ করব।
এদিকে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে উল্লেখ করেন, “বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের স্বাধীনতা দিবস উদ্যাপিত হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পাশে থাকবে।”
Leave a Reply