নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও গাড়িচালক।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয় নিহতরা হলেন বগুড়া সদরের কইতলা এলাকার শাহরিয়ার শাকিল (বাবা) ও তার শিশুকন্যা সুমাইরা আক্তার।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী এবং প্রাইভেটকার চালক। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দ্রুতগতির যশোর থেকে বগুড়াগামী একটি প্রাইভেটকার ব্যাটারিচালিত ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ফলে সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
নিরাপত্তা ও সতর্কতা আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, তবে পরে স্বাভাবিক করা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতি নিয়ন্ত্রণ ও সচেতনতার ওপর জোর দিচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply