প্রধান উপদেষ্টার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের মন্তব্যকে “অস্পষ্ট ও হতাশাজনক” বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
নির্বাচন ও সরকার ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন,
প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়। আমরা আশা করি, ন্যূনতম কাঠামোগত সংস্কার সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।
তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে না, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই এই আন্দোলন। কারণ, কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই দেশের চলমান সংকট সমাধান করতে পারে।”
এদিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,
যারা ২০২৪ সালের গণআন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে অভিহিত করছেন, তারা প্রকৃতপক্ষে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছোট করতে চান।
তিনি আরও অভিযোগ করেন, *”গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। ভবিষ্যতে দেশের জনগণের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।”
বিএনপি নেতারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়ে বলেন, “দেশের প্রয়োজনেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।”
Leave a Reply