হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাবলীগ জামায়াতের দুই সদস্যআব্দুল ওয়াহিদ (৭৫) ও মো. মারুফ (৩৮) নামের ২ ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে একজন জামালপুরের আলীরপাড়া গ্রামের বাসিন্দা। আরেক সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা। এছাড়াও বাকি আহত ২জন হলেন আল-মামুন (৬৫), টাঙ্গাইল জেলা। বাচ্চু মিয়া (৩০), ইজিবাইক চালক, বাহুবলের মানিকা বাজার এলাকার বাসিন্দা।
বাহুবলের চলিতাতলা জামে মসজিদ থেকে তাবলীগ জামায়াতের সদস্যরা আদিত্যপুর মসজিদে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী ইজিবাইকটিকে জোরালো ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ট্রাক ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
Leave a Reply