সংস্কার ও বিচার ছাড়া শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন আয়োজন করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
নির্বাচন ও গণতন্ত্র প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন,
সংস্কার ও বিচার ছাড়া কেবলমাত্র একটি দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন দিলে তা মেনে নেওয়া সম্ভব নয়। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। এসব প্রতিহত করা জরুরি।
তিনি আরও বলেন,
আমরা চাই একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে ন্যায়বিচার ও সাম্যের অধিকার নিশ্চিত থাকবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এখনো পূর্ণতা পায়নি, সেই আকাঙ্ক্ষা থেকেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘটেছে।
ঐক্য ও গণআন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যারা ৭১ ও ২৪–কে পরস্পরবিরোধী হিসেবে দেখাতে চায়, তাদের উদ্দেশ্য অসৎ। গণঅভ্যুত্থানের চেতনা কেউ ধারণ করতে না পারলেও জাতীয় ঐক্য এখনো অটুট রয়েছে। তবে ২৪-এর আন্দোলনের মূল আকাঙ্ক্ষা থেকে সরে গেলে ঐক্য টিকে থাকবে না।
Leave a Reply