ম্যাচের আগে আত্মবিশ্বাসী বক্তব্যে সরগরম ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। বিশেষ করে রাফিনিয়া তো স্পষ্ট করেই বলেছিলেন, তারা আর্জেন্টিনাকে মাঠে ধসিয়ে দেবেন। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েনস আইরেসের মনুমেন্তালে আর্জেন্টিনা ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তাদের কথার জবাব মাঠেই দিয়েছে।
স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে উঠে আসে রাফিনিয়ার সেই মন্তব্যের প্রসঙ্গ। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস তাতে সরাসরি কটাক্ষ করলেন, “ম্যাচের আগে এত কথা বলা উচিত না, যদি সেটা মাঠে প্রমাণ করতে না পারো।”
তিনি আরও যোগ করেন,
“ওই মন্তব্য শোনার পরপরই আমরা তা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি। আমরা সবসময় মাঠেই জবাব দিই। আর হ্যাঁ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন!“
স্কালোনির প্রতিক্রিয়া আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য এই বিতর্কে বেশি গুরুত্ব দিতে রাজি নন।তিনি বলেন,
আমি আগে থেকেই বলেছিলাম, এসব কথার গভীরে যেতে চাই না। সত্যি বলতে, পরে আর সেগুলো দেখিওনি। ব্রাজিল-আর্জেন্টিনার মতো ম্যাচে এমন মন্তব্যের দরকার নেই। আমরা কেউ কোনো কথা বা প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে খেলিনি, আমরা সবসময় আমাদের ফুটবলেই মনোযোগ দেই।
রাফিনিয়ার মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি নিশ্চিত, সে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলেনি, বরং নিজের দেশকে সমর্থন করতেই এমন বলেছে।”
ম্যাচ চলাকালেও উত্তপ্ত মুহূর্তের সৃষ্টি হয় রাফিনিয়া ও আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে। তবে রদ্রিগো দে পল এসব নিয়ে বেশি মাথা ঘামাননি।
তিনি বলেন, “আমরা মাঠে আমাদের কাজটা করেছি। অনেকদিন ধরে আমাদের হেয় করার চেষ্টা চলছে, কিন্তু আমরা কখনও কাউকে অসম্মান করিনি। আমরা বিশ্বের সেরা দল, এবং সেটাই বারবার প্রমাণ করে যাচ্ছি। আমাদের প্রাপ্য সম্মান দেখানো উচিত।”
রাফিনিয়ার বড় বড় কথার পরিণতি হলো তার দলের জন্য এক লজ্জাজনক হার। আর্জেন্টিনা বরাবরের মতোই মাঠেই প্রমাণ করেছে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন।
Leave a Reply