মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ডাকটিকিটের উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন।
এই স্মারক ডাকটিকিট বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ইতিহাস ও জাতির সংগ্রামী চেতনাকে সম্মান জানাতে বিশেষভাবে নকশা করা হয়েছে। উন্মোচন অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এটি বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত সীমিত সংখ্যক বিশেষ সংস্করণের ডাকটিকিট, যা সংগ্রাহকদের জন্য একটি ঐতিহাসিক স্মারক হয়ে থাকবে।
Leave a Reply