ইসরায়েল অষ্টম দিনের মতো টানা হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। আজ ভোরে চালানো বোমাবর্ষণে সাত শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।
গাজায় সহিংসতা আরও তীব্র, পশ্চিম তীরেও উত্তেজনা
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সিরিয়ার পালমিরা শহরের কাছে দুটি বিমানঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলা।
সাংবাদিক হোসাম শাবাত গাজায় নিহত।
অধিকৃত পশ্চিম তীরে অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা হামদান বল্লালকে গ্রেপ্তার করায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাড়ছে।
ফিলিস্তিনে মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত:৫০,০৮২ জন ফিলিস্তিনি নিহত। ১,১৩,৪০৮ জন আহত।
গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, হালনাগাদ তথ্য অনুযায়ী ৬১,৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অগণিত নিখোঁজ মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
ইসরায়েলের দখল পরিকল্পনা ও হামাসের হামলার প্রতিক্রিয়া ইসরায়েল গাজায় পুনরায় দখল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি ইসরায়েলি বন্দী হন।
এই ক্রমবর্ধমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।
Leave a Reply