ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পুলিশি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল, ঈদের জামাত ব্যবস্থাপনা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিএমপি কমিশনার সড়ক শৃঙ্খলার বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করে বলেন,
কেউ যদি উল্টো পথে গাড়ি চালায় বা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশের টহল ও তৎপরতার ফলে রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ অনেকাংশে কমে এসেছে। সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে ছিলেন—গোয়েন্দা সংস্থা, বিশেষায়িত পুলিশ ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, সড়ক পরিবহণ মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, বিআইডব্লিউটিএ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এরপর বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের মতামত প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
ডিএমপি কমিশনার সবাইকে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান এবং নগরবাসীকে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশ্বাস দেন।
Leave a Reply