ঈদ মানেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা। এই ঈদেও ছিলো ‘বরবাদ’ সিনেমার মুক্তির দারুণ উন্মাদনা। তবে ঈদ সামনে এলেও এখনও ‘বরবাদ’ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি। সিনেমাটির একটি গানের শুটিং শেষ করে শাকিব খান গত ২২ মার্চ দুবাই থেকে দেশে ফিরেছেন, যার কারণে মুক্তির তারিখে বিলম্ব হতে পারে।
এদিকে, ঢালিউডে গুঞ্জন উঠেছে, সিনেমাটির মুক্তি কিছু জটিলতায় আটকে গেছে। সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন পেতে সিনেমাটিকে বেশ কিছু নিয়মের বাধা পার করতে হবে।
এমন পরিস্থিতিতে, হঠাৎ করেই শাকিব খানের ৪ বছর পুরানো সিনেমা ‘অন্তরাত্মা’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। ২০২১ সালে শেষ হওয়া এই সিনেমাটি বর্তমানে বোর্ডের সদস্যদের পর্যালোচনায় রয়েছে। সোমবার, ২৪ মার্চ সিনেমাটি পরিদর্শন করবেন বোর্ড সদস্যরা। কোনো অবজারভেশন থাকলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এমন ধারণা করা হচ্ছে যে, ‘অন্তরাত্মা’ সিনেমাটি ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে পরিচালক এখনও কোনো ঘোষণা দেননি।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ঈদে মুক্তি পাচ্ছে কি শাকিবের ‘বরবাদ’? নাকি মুক্তির শঙ্কায় শেষ মুহূর্তে সেন্সরে জমা পড়েছে শাকিবের পুরানো সিনেমা ‘অন্তরাত্মা’?
‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং এটি তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক।
Leave a Reply