ঢাকা থেকে প্রায় এক কোটি মানুষ ঈদ উপলক্ষে বাড়ি ফিরবেন, অন্যদিকে ৩০ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন। এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
২৫ মার্চ থেকে কিছু সড়কে যান চলাচলে বিধিনিষেধ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সড়কে জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যান চলাচল সীমিত রাখতে অনুরোধ করা হয়েছে। এসব সড়কের মধ্যে রয়েছে—
২৫-২৮ মার্চ ও ঈদের পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি পরিবহনের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখী করা হবে— অর্থাৎ শুধু ঢাকা থেকে বের হওয়ার জন্য ব্যবহার করা যাবে।
বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) লেন দিয়ে কেবল ঢাকা থেকে বের হওয়া যাবে, ঢাকামুখী কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
যাত্রীদের প্রতি আহ্বান
ডিএমপি জানিয়েছে, এই বিশেষ ব্যবস্থা ঈদযাত্রাকে নিরাপদ ও সহজ করতে নেওয়া হয়েছে। যাত্রীদের নির্দেশিত সড়ক ও ট্রাফিক বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে, যাতে যানজট ও ভোগান্তি এড়ানো যায়।
Leave a Reply